নয়াদিল্লি: উত্তরপ্রদেশে বিধানসভার নবনির্বাচিত সদস্যদের মধ্যে কোটিপতিদের ছড়াছড়ি। প্রতি ১০ জনের মধ্যে ৮ জনই কোটিপতি। এর পাশাপাশি, প্রতি চারজন নবনির্বাচিত বিধায়কের মধ্যে একজনের বিরুদ্ধেই খুন বা ধর্ষণের মতো গুরুতর মামলা রয়েছে। একটি সমীক্ষায় এই তথ্য জানা গেছে।
উত্তরপ্রদেশে ইলেকশন ওয়াচ ও অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)-র প্রকাশিত সমীক্ষা অনুসারে, ১৪৩ জন বিধায়ক (মোট বিধায়কদের ৩৬ শতাংশ) তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকার কথা ঘোষণা করেছেন। ২০১২-র বিধানসভা নির্বাচনের তুলনায় অবশ্য এবার এই সংখ্যা কম। গতবার ৪৭ শতাংশ বা ১৮৯ বিধায়কের বিরুদ্ধে এ ধরনের মামলা ছিল।
পাশাপাশি, ১০৭ জন বিধায়ক (২৬ শতাংশ) তাঁদের বিরুদ্ধে গুরুতর মামলা থাকার কথা ঘোষণা করেছেন।যা গতবারের তুলনায় বেশি। ২০১২-তে ২৪ শতাংশ বা ৯৮ জন বিধায়কের বিরুদ্ধে এ ধরনের গুরুতর অপরাধের মামলা ছিল।
গুরুতর ফৌজদারি অপরাধের মধ্যে রয়েছে এমন অপরাধ যার সাজা পাঁচ বছর বা তার বেশি, যেগুলি জামিন অযোগ্য, নির্বাচনী অপরাধ, সরকারি অর্থের লোকসান সংক্রান্ত অপরাধ এবং নিগ্রহ, খুন, অপহরণ, ধর্ষণ সংক্রান্ত অপরাধ এবং দুর্নীতি দমন আইনে অপরাধ ও মহিলাদের বিরুদ্ধে অপরাধ।
আট বিধায়ক তাঁদের বিরুদ্ধে খুনের মামলা ও ৩৪ জন বিধায়ক তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ থাকার কথা ঘোষণা করেছেন। এক বিধায়কের বিরুদ্ধে রয়েছে মহিলার প্রতি নিগ্রহের মামলা।
সমীক্ষা অনুসারে, বিজেপির সবচেয়ে বেশি ৮৩, সপা-র ১১, বিএসপি-র চার, কংগ্রেসের ১ এবং তিন নির্দল বিধায়ক তাঁদের হলফনামায় তাঁদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অপরাধের মামলার কথা জানিয়েছেন।
অন্যদিকে, এবারের বিধানসভায় গতবারের তুলনায় কোটিপতির সংখ্যা বেড়ে হয়েছে ৩২২ বা ৮০ শতাংশ। গতবার এই সংখ্যা ছিল ২৭১ (৬৭ শতাংশ)। বিধায়কদের গড় সম্পদের পরিমাণ ৫.৯২ কোটি টাকা।
যে ৯২ জন বিধায়ক ফের জিতেছেন তাঁদের গড় সম্পদের পরিমাণ ২০১২-র ৪.৬২ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৮.৬২ কোটি টাকা।
উত্তরপ্রদেশে নতুন ৩২২ বিধায়ক কোটিপতি, ১৪৩ জনের বিরুদ্ধে খুন-ধর্ষণের মতো গুরুতর অপরাধের মামলা
ABP Ananda, web desk
Updated at:
13 Mar 2017 06:46 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -