নয়াদিল্লি: দেশের আধা-সামরিক বাহিনীগুলিতে কনস্টেবল পদে মহিলাদের যোগদানের হার বাড়াতে পদ সংরক্ষিত করার সিদ্ধান্ত নিল কেন্দ্র।
এদিন রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেন, সিআরপিএফ ও সিআইএসএফ-এ মহিলাদের জন্য ৩৩ শতাংশ পদ সংরক্ষিত করা হবে। অন্যদিকে সীমান্তে দায়িত্বে থাকা তিন আধাসামরিক বাহিনী যথা বিএসএফ, এসএসবি ও আইটিবিপি-তে ১৪ থেকে ১৫ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে বলে জানান তিনি।
অন্য একটি প্রশ্নে রিজিজু বলেন, বিএসএফ-এর অতিরিক্ত ২৯টি ব্যাটালিয়ন গড়ার প্রক্রিয়া শেষ হয়েছে। এবার সিআরপিএফ-এর অতিরিক্ত ৩৮টি ব্যাটালিয়ন গড়ার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, বিএসএফ-এর সবকটি ব্যাটালিয়ন গঠন হয়ে গিয়েছে। অন্যদিকে, সিআরপিএফ-এর ২২টি ব্যাটালিয়ন গঠন করা হয়েছে। বাকি ১৬ ব্যাটালিয়ন ২০১৮-১৯ সালের মধ্যেই গঠন করা হবে।
রিজিজু আরও জানান, নিয়োগ-প্রক্রিয়ার সময়কে আরও কম করতে সচেষ্ট কেন্দ্রীয় প্রশাসন। তিনি জানান, আগে যে নিয়োগ প্রক্রিয়ায় ১৮-১৯ মাস লাগত, এখন সেই সময় কমিয়ে তা এক বছরের মধ্যে আনার চেষ্টা চলছে। রিজিজু জানিয়েছেন, বর্তমান ও ভবিষ্যত প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে বিএসএফ-এর তরফে আরও ২১টি ব্যাটালিয়ন গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। কেন্দ্র সেই প্রস্তাব বিবেচনা করে দেখছে বলে জানান তিনি।
সিআরপিএফ-সিআইএসএফে কনস্টেবল: মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ, ঘোষণা কেন্দ্রের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Apr 2016 12:40 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -