এটিএম কারচুপি: পাসওয়ার্ড দিয়েও মিলল না টাকা, অথচ অ্যাকাউন্ট থেকে লোপাট ১০,০০০!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Dec 2018 12:59 PM (IST)
নয়াদিল্লি: এটিএম মেশিনে কারচুপির অভিযোগে মঙ্গলবার নয়াদিল্লি থেকে গ্রেপ্তার করা হল ৩৫ বছরের এক যুবককে। হেমা রাম নামের ওই যুবক দিল্লির পশ্চিম বিহারের বাসিন্দা। ডেপুটি কমিশনার মণিকা ভরদ্বাজ বলেন, এক মহিলার অভিযোগ, সোমবার তিনি একটি এটিএমে টাকা তুলতে যান। অভিযুক্ত ওই সময় এক মহিলার সঙ্গে সেখানে ছিল, সে তাঁকে বলে, এটিএম কাজ করছে না, তবে একবার চেষ্টা করে দেখতে পারেন তিনি। অভিযোগকারিনী এটিএমে ঢুকে ১০,০০০ টাকা তোলার জন্যও পাসওয়ার্ড দিলেও টাকা আসে না। এটিএম থেকে বেরিয়ে আসার সময় তিনি হেমা রামকে এটিএমের কী বোর্ডে কিছু একটা করতে দেখেন। এর কিছুক্ষন পরই তাঁর কাছে মেসেজ আসে যে, তাঁর অ্যাকাউন্ট থেকে ১০,০০০ টাকা তুলে নেওয়া হয়েছে। এরপর একজন কর্মীর সাহায্যে হেমা রামকে আটক করে তার কাছ থেকে টাকা উদ্বার করেন অভিযোগকারিনী। মণিকা ভরদ্বাজ আরও জানান, হেমা রাম এটিএম কীবোর্ড-এ এমন কলকাঠি করত যাতে কেউ পাসওয়ার্ড দিলে তা মেশিনে এনট্রি না হয়েও রেকর্ড হয়ে যেত। এরপর পাসওয়ার্ডের মালিক টাকা না পেয়ে বেরিয়ে গেলে ওই পাসওয়ার্ড আবার এনট্রি করে টাকা তুলে নিত সে। তবে এমন ঘটনা এই প্রথম নয়, বিভিন্ন শহরে রক্ষীবিহীন এটিএমে কারচুপির ঘটনা অতীতেও সামনে এসেছে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -