নয়াদিল্লি: গতমাসে প্রায় সাড়ে তিন হাজার শিশু পর্নোগ্রাফি সাইট নিষিদ্ধ করা হয়েছে বলে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র।


শুক্রবার, বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চে এদিন শুনানি চলছিল। সেখানে অতিরিক্ত সলিসিটর জেনারেল পিঙ্কি আনন্দ জানান, শিশু পর্নোগ্রাফির দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে কেন্দ্র।


তিনি জানান, শুধুমাত্র গতমাসেই শিশু পর্নোগ্রাফি রয়েছে এমন ৩,৫০০ ওয়েবসাইট নিষিদ্ধ করা হয়েছে। বলেন, এই সমস্যাকে যাতে একেবারে নির্মূল করা যায়, তার জন্য কঠোর হাতে ব্যবস্থাগ্রহণ করছে কেন্দ্র।


আনন্দ জানান, স্কুলের পড়ুয়ারা যাতে কোনও পর্ন সাইটে না যেতে পারে, তার জন্য স্কুলে জ্যামার বসাতে সিবিএসই-কে নির্দেশ দেওয়া হয়েছে। তবে, কেন্দ্র এ-ও জানিয়েছে, স্কুল বাসে জ্যামার বসানো সম্ভব নয়।


প্রসঙ্গত, শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। সেখানে কেন্দ্রর কাছে জানতে চাওয়া হয়, এই ইস্যুতে ঠিক কী কী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার?


জবাবে, কেন্দ্র জানিয়েছে, শিশু পর্নোগ্রাফি রোধে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে, আগামী দুদিনের মধ্যে তারা একটি স্টেটাস রিপোর্ট শীর্ষ আদালতে জমা দেবে।