নয়াদিল্লি: সারা দেশে প্রায় সাড়ে পাঁচ লক্ষ পুলিশের পদ ফাঁকা রয়েছে। তালিকার শীর্ষে উত্তরপ্রদেশ, দ্বিতীয় পশ্চিমবঙ্গ। রাজ্যে প্রায় ৩৫ হাজার পুলিশের পদ খালি হয়ে পড়ে রয়েছে। তথ্যপ্রকাশ করে জানাল কেন্দ্র।


এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে পেশ করা পরিসংখ্যানে বলা হয়েছে, সব রাজ্য মিলিয়ে ২২,৬৩,২২২টি পুলিশের অনুমোদিত পদ রয়েছে। এর মধ্যে ১৭,৬১,২০০ পদে কর্মী রয়েছেন। বাকি ৫,০২,০২২ পদ ফাঁকা পড়ে রয়েছে।


পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি ফাঁকা পদ রয়েছে উত্তরপ্রদেশে। জানা গিয়েছে, ওই রাজ্যে অনুমোদিত পদের সংখ্যা ৩.৬৪,২০০। এর মধ্যে প্রায় ১.৮০ লক্ষ পদ খালি রয়েছে।


তালিকায় দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। এখানে অনুমোদিত ১,১১,১৭৬ পদের মধ্যে প্রায় ৩৫ হাজার পদ খালি পড়ে রয়েছে। এরপর তালিকায় যথাক্রমে রয়েছে বিহার, কর্নাটক, গুজরাত, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, ছত্তিশগড়।


আরেকটি পরিসংখ্যান অনুযায়ী, এখনও দেশের ১৮৮ থানায় কোনও গাড়ি নেই, ৪০২ থানায় কোনও টেলিফোন সংযোগ নেই, ১৩৪ থানায় কোনও ওয়্যারলেস সেট নেই এবং ৬৫ থানায় টেলিফোন বা ওয়্যারলেসকোনওটাই নেই।