দ্বারকার গোশালায় ৩৬টি গরুর মৃত্যু, তদন্তের নির্দেশ দিল্লি সরকারের
Web Desk, ABP Ananda | 27 Jul 2018 08:35 PM (IST)
নয়াদিল্লি: দ্বারকার নজফগড়ের ঘুমানেরা গ্রামের এক গোশালায় একাধিক গরুর মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিল্লি সরকারের। ছাওলা থানায় এ ব্যাপারে খবর এলে ঘটনাস্থলে পুলিশ যায়। তারা গিয়ে দেখেছে, ওই গোশালার ১৪০০ গরুর মধ্যে ৩৬টি মারা গিয়েছে। গোশালাটি চালায় আচার্য সুশীল গোসদন ট্রাস্ট নামে একটি সংস্থা। ২০০ একরের বেশি জমির ওপর দাঁড়িয়ে আছে ওই গোশালা। প্রায় ২০ জন সেখানে কাজ করেন। জনৈক পুলিশ অফিসার জানান, চলতি পদ্ধতি, রীতি মেনে পুলিশ দপ্তর স্পেশাল ডেভেলপমেন্ট কমিশনার কুলদীপ সিংহকে চিঠি দিয়ে ঘটনাস্থলের পরীক্ষা ও মৃত্যুর কারণ খতিয়ে দেখতে ভেটেরিনারি ডাক্তারদের টিম গঠন করতে বলেছেন। ৬ জন পশু চিকিত্সকের একটি দল গোশালায় গিয়ে গরুগুলির মৃত্যুর কারণ খতিয়ে দেখছেন। মৃত গরুগুলির পোস্ট মর্টেমও করবেন তাঁরা। তাঁদের রিপোর্ট পেশ হওয়ার পরই আইনি ব্যবস্থা নেওয়া হবে। দিল্লির মন্ত্রী গোপাল রাই ঘটনাটিকে গভীর গুরুত্ব দিয়ে দেখে ২৪ ঘন্টার মধ্যে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন। মন্ত্রীর সচিব সঞ্জীব মিত্তলের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ব্যাপারে তদন্ত রিপোর্ট চেয়ে নির্দেশ পাঠাতে বলা হয়েছে আমায়। অবশ্যই ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট পেশ করুন।