জম্মু: চলতি বছরে জম্মু ও কাশ্মীরে ৩৮ জঙ্গিকে খতম করেছে নিরাপত্তাবাহিনী। বানচাল করা হয়েছে ২২টি অনুপ্রবেশের চেষ্টা। এমনটাই তথ্য প্রকাশ করল ভারতীয় সেনা।
সেনা সূত্রে দাবি, গত ৪৮-ঘণ্টায় উপত্যকার গুরেজ, মাচিল, নওগাম এবং উরি সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা রুখে দেয় নিরাপত্তাবাহিনী। তাতে সাত সশস্ত্র অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে। তাদের থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে।
সেনা জানিয়েছে, জঙ্গিদের অনুপ্রবেশ ঘটাতে তাদের পুরোদমে সাহায্য করছে পাক সেনা। সেনা নর্দার্ন কম্যান্ডের এক শীর্ষ আধিকারিক বলেন, নিয়ন্ত্রণরেখা দিয়ে অনুপ্রবেশের সময় ভারতের দিকে গোলাগুলি ছুঁড়ে জঙ্গিদের কভারিং ফায়ার থেকে শুরু করে সবরকম প্রত্যক্ষ মদত দিচ্ছে পাক বাহিনী।
ওই আধিকারিক জানান, রামজানের পবিত্র মাসেও জম্মু ও কাশ্মীরে নাশকতা চালানোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান ও তার এজেন্টরা। ভারতীয় বাহিনী নিরন্তর তার মোকাবিলা করে চলেছে এবং শত্রুদের পর্যুদস্ত করছে।
ওই আধিকারিক জানান, ২০১৫ সালে ২৮টি অনুপ্রবেশের চেষ্টা চালায়েছিল জঙ্গিরা। ২০১৬ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৮। প্রতিরক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ ভামরে সংসদে জানান, ২০১৬ সাল থেকে জঙ্গিদমন অভিযানে মোট ৫৯ জন জওয়ান প্রাণ হারিয়েছেন।