নয়াদিল্লি: তিন বছর আগে ২৬ মে প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ কেন্দ্রের এনডিএ সরকারের তিন বছর পূর্তির দিন অসম সফরে এসেছেন মোদী। অসমে দেশের দীর্ঘতম সেতুর উদ্বোধন করেছেন তিনি। তিন বর্ষপূর্তি উপলক্ষ্যে নয়া স্লোগান তৈরি করেছে মোদী সরকার। এই স্লোগান হল- ‘সাথ হ্যায়, বিশ্বাস হ্যায়, হো রহা বিকাশ হ্যায়’। প্রধানমন্ত্রী তাঁর ট্যুইট বার্তায় এই নয়া স্লোগানের কথা জানিয়েছেন।





অন্য একটি ট্যুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘গত তিন বছর এমন কিছু কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে, যেগুলি মানুষের জীবনকেই বদলে দিয়েছে’।






তিন বর্ষপূর্তি উপলক্ষ্যে মোদী সরকারকে অভিনন্দন জানিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। তাঁর ট্যুইট, ‘গরিব কল্যাণ ও সুশাসনের প্রতি দায়বদ্ধ মোদী সরকারের তিন বছর পূ্র্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর মন্ত্রিসভাকে আন্তরিক অভিনন্দন’।




অন্য একটি ট্যুইটে বিজেপি সভাপতির দাবি, মোদী সরকার উন্নয়নের সুফল প্রান্তিক মানুষের কাছেও পৌঁছে দিতে পেরেছে। তিনি আরও লিখেছেন, পরিবারবাদ, জাতপাত ও তোষণের নীতি থেকে রাজনীতিকে মুক্ত করে রাজনীতির দিশা বদলে দেওয়ার নজিরবিহীন কাজ করেছে।