নেপালে ফের ভূমিকম্প
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 May 2016 09:29 AM (IST)
কাঠমান্ডু: নেপালে ফের মাঝারি মাপের ভূমিকম্প। রবিবার ভোর সাড়ে ৪ টে নাগাদ ভূকম্পন অনুভূত হয় নেপালের সিন্ধুপালচক জেলায়। কম্পনের তীব্রতা ছিল ৪.৪। নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার (এনএসসি) জানিয়েছে, গতবছরের ভয়াবহ ভূমিকম্পের প্রভাবেই এই কম্পন। আফটার শকেই কেঁপে উঠেছে সিন্ধুপালচক। গতবছরের বিধ্বংসী ভূমিকম্পের পর এই নিয়ে ৩০,০০০ বারেরও বেশি আফটার শকে কেঁপে উঠল নেপাল। যারমধ্যে ৪৫৩ টি বেশ শক্তিশালী।