আমদাবাদ: ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাত। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৭। কম্পন অনুভূত হয় গুজরাতের সুরাত, ভাবনগর ও আমরেলিতে। তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই গুজরাত প্রশাসন সূত্রে খবর। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন সকাল ৯.২৪ নাগাদ কম্পন অনুভূত হয়। উত্সস্থল ছিল সুরাত থেকে ১৪ কিমি দূরে।