জম্মু:লকডাউনের কারণে আত্মীয়দের বাড়িতে আটকে পড়েছিল চার শিশু। অবশেষে শনিবার বাবা-মায়ের কাছে ফিরল তারা। জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় নিজেদের বাড়িতে ফিরল ওই চার শিশু। জেলা শিশু হেল্পলাইনের সাহায্যেই বাড়িতে ফিরতে পেরেছে ওরা।

লকডাউন সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকার পর লখনপুরে দেশের বিভিন্ন রাজ্যে আটকে পড়া শ্রমিক, মজুর ও পড়ুয়াদের বাড়িতে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। লখনপুরে শনিবার প্রায় ১৫ হাজার জন ফিরেছে। এরমধ্যে চারজন শিশু। তাদের সবারই বয়স ১২-র কম। তারা দুটি পৃথক পরিবারের। লকডাউনের দিন কয়ের আগে তারা পঞ্জাবে আত্মীয়র বাড়িতে গিয়েছিল।  সেখানে তারা পৌঁছনোর পরই লকডাউন ঘোষণা করা হয়েছিল। সিল করে দেওয়া হয়েছিল জম্মু  ও পঞ্জাবের সীমানা। পঞ্জাবে পিসির  বাড়িতে  ৪৫ দিন কাটিয়ে মা-বাবার কাছে ফিরে আসার পর এই চারজনের একজন ভূমিকা বলেছে, তার বাড়ির কথা খুব মনে পড়ত। ভূমিকার বাবা রাজেন্দ্র কুমার জানিয়েছেন, তিনি মেয়ের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলতেন। রাজেন্দ্র বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশের পর তিনি জেলার শিশু হেল্পলাইনে যোগাযোগ করেন এবং এরপরই ওই শিশুরা বাড়িতে ফিরতে পারে।

হেল্পলাইনের শিশু সুরক্ষা বিভাগের ইন-চার্জ নবনিধি বলেছেন, পঞ্জাবে ওই শিশুদের আটকে পড়ার কথা তাঁরা ১ মে ইমেলের মাধ্যমে জানতে পারেন। এরপরই তাঁরা ওই শিশুদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেন।