৫ ওএনজিসি আধিকারিককে নিয়ে মুম্বই উপকূলে ভেঙে পড়ল চপার, চারজনের দেহ উদ্ধার
Web Desk, ABP Ananda | 13 Jan 2018 05:26 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
মুম্বই: ওএনজিসি-র পাঁচজন আধিকারিককে নিয়ে মুম্বই উপকূলে আরব সাগরে ভেঙে পড়ল পবন হংস চপার। আজ সকাল ১০.২০ মিনিটে মুম্বইয়ের জুহু থেকে ওড়ে চপারটি। সেটিতে ছিলেন সাতজন। চপারটি হাই নর্থ ফিল্ডের দিকে এগিয়ে যায়। ওড়ার ১৫ মিনিট পরেই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে চপারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শুরু হয় উদ্ধারকার্য। দুপুরে চপারটির ধ্বংসাবশেষ দেখা যায়। এখনও পর্যন্ত চারজনের দেহ উদ্ধার হয়েছে। চপারটি কী কারণে ভেঙে পড়ল, সেটা এখনও জানা যায়নি। ওএনজিসি-র এক আধিকারিক জানিয়েছেন, ‘আজ সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। ১০.৫৮ মিনিটে ওএনজিসি-র নর্থ ফিল্ডে চপারটি পৌঁছনোর কথা ছিল। সেটি নির্দিষ্ট সময়ে গন্তব্যে না পৌঁছনোয় শুরু হয় খোঁজ। জানা যায়, মুম্বইয়ের এটিসি-র সঙ্গে চপারটির শেষবার যোগাযোগ হয়েছিল ১০.৩৫ মিনিটে।’ ওএনজিসি-র সঙ্গে উদ্ধারকার্যে যোগ দেয় নৌবাহিনী। চপার ও নৌকা নিয়ে তল্লাশি শুরু হয়। উদ্ধারকার্য পরিচালনা করছেন ওএনজিসি-র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শশী শঙ্কর। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর আধিকারিকরা নিজেদের কাজ করছেন। আমিও মুম্বইয়ে যাচ্ছি। এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে কথা হয়েছে। তিনিও উদ্ধারকার্যে সাহায্য করছেন।’