রজৌরিতে নিরাপত্তারীদের সঙ্গে সংঘর্ষে খতম ৪ আত্মঘাতী জঙ্গি
Web Desk, ABP Ananda | 28 Mar 2018 09:14 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
সুন্দেরবানি: জম্মু ও কাশ্মীরের রজৌরি জেলার সুন্দেরবানি অঞ্চলে দিনভর নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষের পর নিহত হল চার আত্মঘাতী জঙ্গি। নিরাপত্তারক্ষীদের কেউ আহত হননি। রজৌরির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) যুগল মানহাস জানিয়েছেন, ‘কয়েকজন আত্মঘাতী জঙ্গি চার-পাঁচ দিন আগে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে। তাদের খোঁজে তল্লাশি শুরু করেন নিরাপত্তারক্ষীরা। আজ সারাদিন ধরে সুন্দেরবানি অঞ্চলে পরিকল্পিত অভিযানে চার আত্মঘাতী জঙ্গিকে খতম করা সম্ভব হয়েছে।’ জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র। ছবি সৌজন্যে ট্যুইটার রজৌরির এসএসপি আরও জানিয়েছেন, ‘চারদিন ধরেই সুন্দেরবানিতে জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছিল। গতকাল রাতে পুলিশ, সেনাবাহিনী ও বিএসএফ-এর যৌথবাহিনী গোপন সূত্রে খবর পেয়ে রাওয়ারিয়া তালা অঞ্চলে তল্লাশি শুরু হয়। আজ সকালে ঝোপের আড়াল থেকে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। এরপরেই পুলিশ, সেনাবাহিনী ও বিএসএফ ওই অঞ্চল ঘিরে ফেলে। ওই অঞ্চলে আরও বাহিনী পাঠানো হয়। শুরু হয় গুলির লড়াই। শেষপর্যন্ত জঙ্গিদের খতম করা সম্ভব হয়। তাদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ সন্দেহ করছে, খতম হওয়া জঙ্গিরা বিদেশি। জঙ্গিদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। তারা বড়মাপের হামলা চালানোর পরিকল্পনা করেছিল। সেই ছক বানচাল করে দেওয়া সম্ভব হয়েছে।’