মুম্বই: বান্ধবীকে ইভটিজারদের হাত থেকে বাঁচাতে ছুরির ঘায়ে প্রাণ দিতে হয়েছিল মুম্বইয়ের দুই তরতাজা যুবক কিনেন এনং রুবেনকে। পাঁচ বছর আগের এই নৃশংস হত্যা মামলার আজ রায় ঘোষণা করলেন বিশেষ মহিলা আদালতের বিচারক ভ্রুশালি যোশি।
জিতেন্দ্র রানা, সুনীল বোধ, সতীশ দুলহাজ এবং দীপক তিভাল নামে ৪ অপরাধীকে আজীবন কারাদণ্ড দিয়েছে আদালত। খুন, শ্লীলতাহানি সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল।
২০১১ সালের ২০ অক্টোবর আন্ধেরির আম্বলিতে বান্ধবীদের কটূক্তি, শ্লীলতাহানির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন কিনান সন্তোষ(২৪) ও রুবেন ফার্নান্ডেজ(২৯) নামে ওই দুজন। দুষ্কৃতীরা তখনকার মতো চলে গেলেও পরে দলবল নিয়ে এসে তাঁদের ওপর চড়াও হয়। ছুরি দিয়ে কোপাতে শুরু করে। দুজনেরই মৃত্যু হয়।
মামলার এই রায়কে স্বাগত জানিয়েছেন কিনানের বাবা। তিনি বলেন, এটা আমাদের জয়। কিন্তু বিচার প্রক্রিয়ায় বিলম্বের জন্য কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, আমি কখনই বলছি না, অপরাধীদের সঙ্গে সঙ্গে ধরে জেলে ঢোকাতে। কিন্তু বিচার প্রক্রিয়া আরও দ্রুত করা উচিত।
মামলার আইনজীবী জানিয়েছেন, ঘটনায় কিনান ও রুবেনের বান্ধবী, যাঁরা ইভটিজিং-এর শিকার হয়েছিলেন, তাঁরা সাক্ষ্য দিয়ে সাহায্য করেছেন।
তিনি আরও বলেন, এই মামলাটিকে বিচারক বিরলের মধ্যে বিরলতম মনে না করায়, মৃত্যুদণ্ড দেওয়া হয়নি অপরাধীদের।
কিনেন, রুবেন হত্যা মামলা: ৪ অপরাধীর আজীবন কারাদণ্ড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 May 2016 03:15 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -