নয়াদিল্লি: বাতিল হয়ে যাওয়া ৫০০ ও ১০০০ টাকার নোট বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির কাছ থেকে সাড়ে ৬ লক্ষ টাকা নিয়ে প্রতারণা করার দায়ে গ্রেফতার করা হল এক মহিলা সহ ৪ জনকে। ধৃতদের নাম গুড্ডু, চরণ দাস, নাসির খান ও দমনজিৎ।

দক্ষিণ পশ্চিম দিল্লির ডিসিপি রোমিলা বানিয়া জানিয়েছেন, প্রতারিত ব্যক্তির নাম সচিন ভরদ্বাজ। এক পরিচিত ব্যক্তি তাঁকে বলেন, তাঁর মেয়ে দমনজিৎ একজনকে চেনে যে হাইওয়ে টোল প্লাজায় কাজ করে। সে পুরনো নোট বদল করে ১০০ টাকার নোট এনে দেবে। জয়িতপুরের আগ্রা খালের কাছে লোহিয়া সেতুতে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা করে তার হাতে সাড়ে ৬ লক্ষ টাকার ৫০০ ও ১০০০ টাকার নোট তুলে দেন সচিন। ওই ব্যক্তি তাঁকে একটি ব্যাগ দিয়ে বলে, তার মধ্যে সমমূল্যের ১০০ টাকার নোট আছে। পরে সচিন দেখেন, প্রতিটি বান্ডিলের উপরে ১০০ টাকার নোট থাকলেও, ভিতরে শুধু কাগজ আছে।

এ মাসের ১৪ তারিখ তিনি পুলিশে অভিযোগ করেন সচিন। তাঁর অভিযোগের ভিত্তিতে দমনজিৎকে জেরা শুরু করে পুলিশ। প্রথমে সে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও, পরে জেরার মুখে ভেঙে পড়ে। দমনজিতের তথ্য অনুসারে দিল্লির গোপন ডেরা থেকে বাকি তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তারা সচিনের মতো আরও কোনও ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছে কি না, সেটা জানার জন্য তদন্ত করছে পুলিশ।