সুরাত: বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের দ্বারস্থ হলেন মার্কিন যুক্তরাষ্ট্রে স্ত্রী, সন্তানদের সঙ্গে নিখোঁজ হওয়া এক ভারতীয় যুবকের বাবা।

সম্প্রতি, গুজরাতের সুরাতের বাসিন্দা বাবু সুব্রহ্মণ্যম থোতাপিল্লি ছেলে সন্দীপ, পুত্রবধূ ও তাঁদের দুই সন্তানের ছবি পোস্ট করে সুষমা স্বরাজকে অনুরোধ করেন, ওঁদের নিখোঁজ হওয়ার বিষয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলতে।

https://twitter.com/ThottapillyS/status/983384966527533057

জবাবে বিদেশমন্ত্রী জানান, সান ফ্রান্সিসকোর ভারতীয় কনস্যুলেটের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ বজায় রেখে চলেছে বিদেশমন্ত্রক। এমনকী, মার্কিন পুলিশের সঙ্গেও যোগাযোগ বজায় রাখা হয়েছে। আস্থা রাখুন। চেষ্টার কোনও কসুর করা হচ্ছে না।

https://twitter.com/SushmaSwaraj/status/983923315709366272

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার পোর্টল্যান্ড থেকে সান জোসে যাওয়ার পথে আচমকা নিখোঁজ হন সন্দীপ ও তাঁর পরিবার। মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্থানীয় প্রশাসন আশঙ্কা করেছে, নদীর বাণে ভেসে গিয়েছে সন্দীপদের এসইউভি।

স্থানীয় ইউনিয়ন ব্যাঙ্কের ভি-পি পদে কর্মরত ছিলেন ৪২ বছরের সন্দীপ। থাকতেন লস অ্যাঞ্জেলসে। থাকতেন স্ত্রী সৌম্যা (৩৮), ১২ বছরের ছেলে সিদ্ধান্ত এবং ৯ বছরের মেয়ে সাচীর সঙ্গে।