গতকাল রাজ্যসভা ভোটে কংগ্রেসের পক্ষে ক্রস ভোটিং করেছেন, কর্নাটকে ভোটের আগে দল ছাড়লেন ৪ জেডি (এস) বিধায়ক
Web Desk, ABP Ananda | 24 Mar 2018 06:28 PM (IST)
বেঙ্গালুরু: বিধানসভা ভোটের মুখে কর্নাটকে দল ছাড়লেন চার বিদ্রোহী জেডি (এস)বিধায়ক। গতকাল রাজ্যসভা ভোটে কংগ্রেসের পক্ষে ক্রস ভোটিং করেছেন তাঁরা। পরদিনই দলকে ধাক্কা দিলেন চারজন। দু-একদিনের মধ্যেই তাঁরা কংগ্রেসে যোগ দিতে চলেছেন বলে সূত্রের খবর। বি জেড জামির আহমেদ খান, আর অখন্ড শ্রীনিবাসমূর্তি, এন চালুভারিয়া স্বামী ও ভিমা নায়েক, এই চারজন বিধানসভার স্পিকার কে বি কোলিওয়াড়ের বাসভবনে নিজেদের পদত্যাগপত্র পাঠিয়ে দেন। ইস্তফা নিয়ম মেনেই দেওয়া হয়েছে, তিনি সেগুলি গ্রহণ করেছেন বলে জানান স্পিকার। বলেন, আমি ওঁদের আলাদা করে জিজ্ঞাসা করলে সকলেই জানান, তাঁরা কোনও রাজনৈতিক চাপ বা ভয়ে ইস্তফা দেননি। গতকাল যে সাতজন নেতৃত্বের নির্দেশ অগ্রাহ্য করেছেন এবং বেশ কিছুদিন ধরেই দলীয় নেতৃত্ব, বিশেষত, জেডি (এস) রাজ্য সভাপতি তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার ছেলে এইচ ডি কুমারস্বামীর বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ জানাচ্ছিলেন, সেই দলেই আছেন এই চার বিধায়ক। ইস্তফা দেওয়ার পর জামির আহমেদ খান জেডি (এস)-এ একজনই 'সর্বেসর্বা' বলে মন্তব্য করে বলেন, কুমারস্বামী কারও কথাই শোনেন না। নিজের বাবা, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, বড় ভাই এইচ ডি রেভান্না, কারও পরামর্শই যেখানে নেন না, সেখানে আমাদের কথা কি শুনবেন? মাত্র দুটি আসনে জয় নিশ্চিত ছিল, কিন্তু সাত জেডি (এস) বিদ্রোহী এমএলএ, নির্দল বিধায়কদের ভোট পেয়ে রাজ্যসভা উপনির্বাচনে কর্নাটকে বোনাস হিসাবে তৃতীয় আসনটিও জিতে যায় কংগ্রেস। প্রয়োজন ছিল ৪৪টি ভোটের, কিন্তু সাত বিদ্রোহীকে ধরেই জেডি(এস)-এর ছিল ৩৭ জন বিধায়ক। তা সত্ত্বেও তারা প্রার্থী দিয়েছিল। কিন্তু কংগ্রেস রিটার্নিং অফিসারের যোগসাজশে নীতিবিরোধী কাজকর্ম করছে, এই অভিযোগে মাঝপথে ভোট বয়কট করে জেডি(এস)।