আগ্রা: আগ্রার তাজমহলকে শিবমন্দির দাবি করে কয়েকদিন আগে দক্ষিণপন্থী একটি গোষ্ঠীর তাজমহল চত্বরে ঢুকে পড়ার চেষ্টা করল। হিন্দু জাগরণ মঞ্চের চার সদস্য গত রবিবার শিব পুজোর জন্য তাজ চত্বরে ঢুকে পড়েন বলে অভিযোগ।


অনলাইনে পোস্ট একটি ভিডিওতে সংগঠনের স্থানীয় নেতা গৌরব ঠাকুরকে তাজ চত্বরে একটি বেঞ্চে চোখ বুজে বসে থাকতে দেখা গিয়েছে। অন্য একজনকে তাঁর পিছনে গৈরিক পতাকা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর একজন ঘটনা তাঁর ফোনে রেকর্ড করেন।

ঠাকুরের দাবি, তিনি তাজে গঙ্গা জল ছিটিয়েছেন। তাঁর দাবি, এই সৌধ আদতে শিব মন্দির। অতীতে কমপক্ষে পাঁচবার তিনি এখানে প্রার্থনা করেছেন।

সিআইএসএফ ওই তিনজনকে আটক করে এবং পরে ছেড়ে দেয়। এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

এর আগেও দক্ষিণ পন্থী সংগঠনগুলি এ ধরনের দাবি করে তাজ চত্বরে প্রার্থনার চেষ্টা করেছে।

উল্লেখ্য, আগ্রার তাজমহলকে ঘিরে একটি কাল্পনিক ষড়যন্ত্রের তত্ত্ব রয়েছে। এই তত্ত্বে বিশ্বাসীদের দাবি, এটি আদতে ছিল শিবের মন্দির, নাম তেজো মহালয়। সেই মন্দিরের ওপর তাজমহল তৈরি করা হয়েছিল। এ ধরনের অন্যান্য যড়যন্ত্রের তত্ত্বের মতো এই দাবিরও কোনও বৈজ্ঞানিক বা ঐতিহাসিক ভিত্তি নেই।

২০১৫-তে সংসদে কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মা বলেছিলেন যে,তাজমহল হিন্দু মন্দির ছিল এমন কোনও প্রমাণ নেই। ভারতের পুরাতাত্ত্বিক সংস্থাও ১৭ শতকের এই ঐতিহাসিক সৌধ ঘিরে ষড়যন্ত্রের তত্ত্বা নাকচ করে দিয়েছে।

কিন্তু এরপরও ষড়যন্ত্রের প্রবক্তারা তাদের ভিত্তিহীন দাবি থেকে সরে আসেনি।