কুপওয়াড়ায় সেনা অভিযানে খতম চার জঙ্গি
Web Desk, ABP Ananda | 20 Mar 2018 10:27 PM (IST)
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়ায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হল চার জঙ্গি। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে এমনটাই জানা গিয়েছে। সেনার এক মুখপাত্র জানান, এদিন জেলার আরমপোরা অঞ্চলে সেনা অভিযান চালায়। অভিযান চলাকালীন দুপুর সাড়ে তিনটে নাগাদ প্যাট্রলিং দলের ওপর আচমকা গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। জঙ্গিদের সঙ্গে বাহিনীর বেশ কিছুক্ষণ গুলি বিনিময় হয়। তাতে চার জঙ্গির মৃত্যু হয়। সেনার তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত তিন জঙ্গির দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। শেষ খবর, বাকি জঙ্গিদের খোঁজে গোটা এলাকায় চিরুনি-তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা।