পাড়ায় বিবাদের জের, চার মাসের শিশুকে আছড়ে মারল মত্ত প্রতিবেশী
Web Desk, ABP Ananda | 10 Dec 2018 03:27 PM (IST)
বরেলী (উত্তরপ্রদেশ): চারমাসের শিশুকন্যাকে মাটিতে আছড়ে মেরে ফেলার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে বরেলীর ক্যান্টনমেন্ট এলাকার হাদাউলিয়া গ্রামে। মৃত শিশুর মা রামসখীর সঙ্গে কথা কাটাকাটি হয় প্রতিবেশী রামবতীর। তার জেরে রামবতীর স্বামী উমেশ পাল মদ্যপ অবস্থায় শিশুটিকে মাটিতে আছাড় মারেন বলে দাবি পুলিশের। শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।অভিযুক্তকে আটক করেছে পুলিশ।