রাজস্থানের জয়পুরে প্রায় চার হাজার বেআইনি কসাইখানা আগামী এপ্রিল থেকে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে জয়পুর পুরসভা। যদিও মাংস বিক্রেতা সংগঠনের প্রধানের দাবি, এই চার হাজারের মধ্যে ৯৫০ কসাইখানার আইনি স্বীকৃতি ছিল, কিন্তু গতবছর ৩১ মার্চের পর তাদের লাইসেন্স আর পুনর্ণবীকরণ করা হয়নি।
তবে জয়পুর পুরসভার দাবি, যাদের আগে লাইসেন্স ছিল তাদের চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। তাদের দাবি, শুধুমাত্র বেআইনি কসাইখানাগুলোই বন্ধ হবে, আগে যাদের লাইসেন্স ছিল, তাদের ওপর কোনও কোপ পড়বে না।
প্রসঙ্গত, অন্য তিনরাজ্যেও শুধুমাত্র বেআইনি কসাইখানাগুলোর ওপরই কোপ পড়েছে। এদিকে সোমবার ঝাড়খণ্ড সরকারের এই সংক্রান্ত নির্দেশিকা জারির পর, গতকাল সেখানকার প্রায় সমস্ত মাংসের দোকানই বন্ধ ছিল।