শ্রীনগর: সীমান্তের ওপারে পাক রেঞ্জার্সের ৪টি আউট পোস্ট উড়িয়ে দিল ভারতীয় জওয়ানরা। এমনটাই দাবি সেনাবাহিনীর। সেনার এক আধিকারিক জানিয়েছেন, কেরন সেক্টরে গুলিবর্ষণ করে পাকিস্তান। পাল্টা পাক রেঞ্জার্সের চারটি পোস্ট উড়িয়ে দেয় জওয়ানরা। ওপারে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, আজ কেরন সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি ট্রুপ। জখম হন এক বিএসএফ জওয়ান এবং এক মহিলা।