বেতুল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সতর্কবার্তা, সংসদে বিতর্ক-কোনও কিছুতেই পরোয়া নেই তথাকথিত গোরক্ষকদের। এবার ঘটনাস্থল বিজেপি শাসিত মধ্যপ্রদেশের বেতুল জেলার এক প্রত্যন্ত আদিবাসী গ্রাম। গরু পাচারকারী সন্দেহে চারজনকে পিছমোড়া করে বেধড়ক মারধর করার ঘটনা প্রকাশ্যে এল। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
গরু পাচারের অভিযোগে প্রহৃতদের ফাটকে পুরেছে পুলিশ। কিন্তু তাদের ওপর হামলাকারীদের ধরতে পারা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি গত সপ্তাহে ঘটেছে বলে জানা গেছে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পুলিশ নড়েচড়ে বসে এবং দুটি পৃথক মামলা দায়ের করে। একটি হামলা হামলাকারীদের বিরুদ্ধে, অন্যটি, গরু পাচারের অভিযোগে প্রহৃত চারজনের বিরুদ্ধে।
ভিডিওতে চারজন যুবককে পিছমোড়া করে বেঁধে ভিড়ের মধ্যেই নৃশংসভাবে মারধর করতে দেখা যাচ্ছে।
মহকুমা শাসক বলেছেন, মারধরে অভিযুক্তরা ফেরার।
প্রহৃতরা পার্শ্ববর্তী হরদা জেলার বাসিন্দা।
মধ্যপ্রদেশে গোরক্ষকদের 'মার', প্রহৃতদেরই ফাটকে পুরল পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Aug 2017 01:21 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -