শ্রীনগর: পাকিস্তানের হাতে ২দিন বন্দি থাকা বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের ঘরে ফেরার প্রতীক্ষায় যখন প্রতিটি মূহূর্ত টিভির পর্দায় চোখ গোটা দেশের, তখন ফের কাশ্মীরে সংঘর্ষে নিহত চার নিরাপত্তা জওয়ান। জঙ্গিদের গা ঢাকা দিয়ে থাকার খবর পেয়ে কুপওয়ারার বাবাগুন্দ এলাকায় কর্ডন করে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তাবাহিনী। সেখানে সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষ হয় জওয়ানদের। আত্মগোপন করে থাকা জঙ্গিরা তাদের নিশানা করে গুলিগোলা চালালে তারাও জবাব দেয়। সরকারি সূত্রের খবর, দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে দুপক্ষের। সারা দিনে বেশ কয়েকবার পরিস্থিতি শান্ত থাকার পর ক্ষণে ক্ষণে গুলি বিনিময় হয়। জঙ্গিরা যে বাড়িতে লুকিয়ে ছিল, নিরাপত্তাবাহিনী তার দিকে যতবার এগোয়, ভিতর থেকে গুলি ছুটে আসে তাদের দিকে। তিনজন জওয়ান গুলির আঘাতে প্রাণ হারান। এঁদের ২ জন সিআরপিএফ অফিসার।
শেষ খবর পাওয়া পর্যন্ত, গুলিবিনিময় চলছে। এদিকে সংঘর্ষস্থলের কাছে একদল স্থানীয় যুবকের সঙ্গেও নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ হয়। তাতে একজন নাগরিক নিহত ও চারজন জখম হন।
এদিকে নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনার আঁচ রয়েছে। নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিংহ জম্মুর আখনুর সেক্টরের সামনের সারির পোস্টগুলি পরিদর্শন করেন আজ, নিরাপত্তা পরিস্থিতি ও বাহিনীর অভিযানে নামার প্রস্তুতি কতদূর, খতিয়ে দেখেন। পাকিস্তানের ক্রমবর্ধমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা মোকাবিলায় কী কী পদক্ষেপ করা হয়েছে, সে ব্যাপারে তাঁকে অবহিত করা হয়।