শ্রীনগর: কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখার কাছে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হল ৪ পাকিস্তানি জঙ্গি। ১জনকে জীবন্ত গ্রেফতার করা হয়েছে। নিয়ন্ত্রণরেখার কাছে নওগাম সেক্টরে জঙ্গিদের সঙ্গে বিএসএফের এখন গুলি বিনিময় চলছে। ফলে জঙ্গিরা নতুন করে অনুপ্রবেশের চেষ্টা করছে কিনা, তা এখনও স্পষ্ট জানা যায়নি।

বিএসএফ জানিয়েছে, গত বছরের তুলনায় এবার জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা সংখ্যায় বেশি কিন্তু কার্গিলের মত ঘটনা যাতে আর না ঘটে, তা নিশ্চিত করতে অনেক বেশি প্রস্তুত সেনা।