মুখরোচক খাবারের প্যাকেটে থাকা প্ল্যাস্টিকের খেলনা গলায় আটকে মৃত্যু শিশুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Nov 2017 04:02 PM (IST)
অমরাবতী: মুখরোচক খাবারের প্যাকেটে অনেক ক্ষেত্রেই ছোট্ট প্ল্যাস্টিকের খেলনা রাখা হয়। শিশুদের আকর্ষণ করতেই এভাবে প্যাকেটের ভেতরে খাবারের মধ্যেই থাকে প্ল্যাস্টিকের খেলনা। ভুল করে সেই খেলনা খেয়ে মৃত্যু হল চার বছরের এক শিশুর। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার ইলুরু শহরে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গতকাল সন্ধেয় ওই শিশুটি প্যাকেটের টম্যাটো রিং খাচ্ছিল। কয়েকটি টম্যাটো রিং খাওয়ার পর প্যাকেটের ভেতরে থাকা খেলনাটিও খাদ্য ভেবে সে মুখে পুরে দেয়। সেটি গলায় আটকে গেলে শিশুটি বমি করতে শুরু করে। মায়ের নজর যখন শিশুটির ওপর পড়ে, ততক্ষণে মুখ থেকে গ্যাঁজলা বের হতে শুরু করেছে। মা শিশুটির গলা থেকে খেলনাটি বের করার চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। শিশুটির বাবা-মা ওই মুখরোচক খাবার প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।