ভোপাল: হস্টেলের করিডোরে রক্ত মাখা স্যানিটারি ন্যাপকিন পড়ে থাকতে দেখে ৪০ জন ছাত্রীর পোশাক খুলে পরীক্ষা করলেন ওয়ার্ডেন। হস্টেলের কোন মেয়ের মাসিক হয়েছে, সেটা খতিয়ে দেখতেই এই পরীক্ষা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ডক্টর এইচ.এস গৌর সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে।
প্রসঙ্গত, শৌচাগারে যাওয়ার পথে হস্টেলের করিডোরে একটি রক্ত মাখা প্যাড পড়ে থাকতে দেখা যায়। যেহেতু হস্টেল ওয়ার্ডেন খুঁজে বের করতে পারেননি, সেই প্যাডটি কার থেকে পড়েছে, তাই এধরনের পরীক্ষা। রবিবার সকালে এই ঘটনা ঘটার পরই বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আর.পি তিওয়াড়িকে অভিযোগ জানান ছাত্রীরা।
এই ঘটনা জানার পর সহ-উপাচার্য শুধু ক্ষমাই চাননি, ঘটনায় তদন্তের নির্দেশও দিয়েছেন। তাঁর কথায় এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। তিনি প্রতিটি পড়ুয়ার কাছে এই ঘটনার জন্যে দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়েছেন। ওয়ার্ডেনকে এব্যাপারে জিজ্ঞেস করা হলে যদিও তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন। এমনকি হোস্টেলের কেয়ারটেকারও সব অভিযোগ অস্বীকার করেছেন। তবে ঘটনার তদন্ত হবে, আশ্বাস সহ-উপাচার্যের। অভিযোগ প্রমাণ হলে, অভিযুক্তদের কড়া শাস্তিও হবে, জানিয়েছেন তিনি।
হস্টেলের মাটিতে রক্ত মাখা প্যাড, ৪০ জন মেয়ের পোশাক খুলে পরীক্ষা কার মাসিক হয়েছে!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Mar 2018 03:12 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -