তিরুঅনন্তপুরম: গতকালের ডিনারের মেনুতে ছিল মাছ। তা খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন কেরলের পল্লিপুরমের সিআরপিএফ ক্যাম্পের প্রায় ৪০০ জওয়ান। পেটের গন্ডগোল শুরু হয়, তাঁরা বমি করতে থাকেন। খাদ্যে বিষক্রিয়াই এর কারণ বলে মনে করা হচ্ছে। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাতেই তিরুঅনন্তপুরম মেডিকেল কলেজে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা। সেখানে পর্যবেক্ষণে রাখা হয়েছে শতাধিক জওয়ানকে। আজ সকালেই অবশ্য অনেককে ছেড়ে দেওয়া হয়।


জানা গিয়েছে, অসুস্থ জওয়ানরা প্রশিক্ষণ নিতে দেশের নানা প্রান্ত থেকে ওই ক্যাম্পে এসেছিলেন।

আধাসামরিক জওয়ানদের নিম্ন মানের খাবার দেওয়া হয় বলে সম্প্রতি ভিডিও পোস্ট করে চাঞ্চল্যকর দাবি করেন এক বিএসএফ জওয়ান যা নিয়ে তুলকালাম চলে কিছুদিন। তার কিছুদিন পরই বোমা ফাটান আরেক জওয়ান। তিনি সম্ভবত সিআরপিএফেরই জওয়ান। সেনাবাহিনীর জওয়ানদের মতো সমান সুযোগসুবিধা আধাসামরিক বাহিনীতে মেলে না বলে অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চান তিনি।