নয়াদিল্লি: মুম্বইয়ের সব থেকে বড় বস্তি এলাকা ধারাভি-তে শিবসেনা সংগঠনে ধস। ১০ বছর ধরে দল করার পর শিবসেনা ছাড়লেন রমেশ নাদর। যোগ দিলেন বিজেপি-তে। সঙ্গে নিয়ে গেলেন ৪০০ কর্মীকেও। কারণ হিসেবে জানালেন, কংগ্রেস ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সঙ্গে দলের জোট মেনে নিতে পারছেন না। আর তাই শিবসেনা ছাড়ার সিদ্ধান্ত নিলেন রমেশ নাদর।
মহারাষ্ট্রে শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোট হওয়ার পর দল ছেড়েছিলেন ২১ বছরের পুরনো কর্মী তথা যুব নেতা রমেশ সোলাঙ্কি। ট্যুইটারে নিজের মত জানিয়ে দল ছেড়েছিলেন রমেশ। এবার দল ক্ষমতায় এলেও দলে থাকলেন না রমেশ নাদরও।
হিন্দুত্বের আদর্শ নিয়ে ১০ বছর শিবসেনার হয়ে কাজ করেছেন। দল থেকে মানুষের হয়ে কাজের জন্য অফিসও দেওয়া হয়েছিল। তবে কংগ্রেস ও এনসিপি-র সঙ্গে জোট হওয়ায় সেই কাজ করা আর সম্ভব হচ্ছে না তাঁর। আর সেকারণেই শিবসেনা ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন, মন্তব্য রমেশের।