মুম্বই: ১০০ দিন ধরে তল্লাশি চালানোর পরও খোঁজ মেলেনি জয়ের। তন্নতন্ন করে খুঁজে ফেলা হয়েছে ৪০০ টি গ্রাম। তাও সন্ধান মেলেনি। কোনও মনুষ্য প্রজাতি নয়। জয় নাগপুরের কাছে বিদর্ভ এলাকায় উমরেদ কারহানদলা ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারির একটি বাঘ। স্যাংচুয়ারিতে জয় বেশ বিখ্যাত। পর্যটক এবং সংরক্ষণকারীদেরও খুব প্রিয় সে। 'শোলে'-র অমিতাভ-এর চরিত্রের নাম থেকেই তাঁর নাম রাখা হয়েছিল ‘জয়’।

সেখানকার ওয়ার্ডেন রোহিত কারু জানিয়েছেন, ১৮ এপ্রিল থেকে নিখোঁজ জয়। সমস্ত জঙ্গল এলাকা তন্নতন্ন করে খুঁজেছেন তাঁরা। সন্ধান চালানো হয়েছে ৪০০ টি গ্রামে। চোরা শিকারিদের কবলে পড়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তিনি। বছর সাতেক বয়সের বাঘটির ওজন প্রায় ২৫০ কেজি।

চোরা শিকারীদের হাতে পড়ার আশঙ্কা করছেন আরও এক আধিকারিকও। তিনি বলেন, জয়ের মতো একটি বাঘের চামড়া এবং শরীরের বিভিন্ন অংশের দাম আন্তর্জাতিক বাজারে ১ কোটিরও বেশি।

জয় কোথায় রয়েছে তার সন্ধান দিতে পারলে ৫০,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছে রাজ্য সরকার। বাঘের কবলে পড়ার থেকে রক্ষা পেতে এবং সুরক্ষার কথা ভেবে ওই এলাকার লোকজন পুজোও শুরু করেছেন।