রিয়েলিটি শো-এর তারকা গায়িকা নাহিদ আফরিনের বিরুদ্ধে ফতোয়া!
ABP Ananda, web desk | 15 Mar 2017 11:42 AM (IST)
গুয়াহাটি: একটি রিয়েলিটি শোয়ের তারকা গায়িকা নাহিদ আফরিনের বিরুদ্ধে ফতোয়া জারি করলেন ৪২ জন ধর্মগুরু। সংঙ্গীত বিষয়ক ওই রিয়েলিটি টিভি শোয়ের ফার্স্ট রানার আপ আফরিন। ফতোয়ায় আফরিনের প্রকাশ্যে গান করা বন্ধ করার দাবি জানানো হয়েছে। আগামী ২৫ মার্চ আফরিনের গানের একটি অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানের আগে এই ফতোয়া জারি হয়েছে। ফতোয়ায় আফরিনের গানের অনুষ্ঠান বয়কটের ডাক দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আফরিনকে প্রকাশ্যে গান না গাইতেও বলা হয়েছে। এ ধরনের ফতোয়ার কথা শুনে স্বাভাবিকভাবেই স্তম্ভিত তরুণী শিল্পী। আফরিন বলেছেন, 'প্রথমে তো ভেঙেই পড়েছিলাম। কিন্তু অনেক মুসলিম শিল্পীই গান না ছাড়ার ব্যাপারে আমাকে অনুপ্রেরণা যোগান। আর আমি গান কোনওদিনই ছাড়ব না'। ২০১৫-তে রিয়েলিটি শো-র মাধ্যমে প্রথম খ্যাতি পান আফরিন। ২০১৬-তে সোনাক্ষী সিনহার 'আকিরা' সিনেমাতেও গান গেয়ে বলিউডের সঙ্গীতমহলে অভিষেক ঘটেছে তাঁর। আফরিন বলছেন, 'আমার গান তো ওপরওয়ালা দান। এই দানকে যথাযথভাবে ব্যবহার করতে হবে। তা না হলে তো ওপরওয়ালাকেই উপেক্ষা করা হবে'।