নয়াদিল্লি: ধর্ষণের অপরাধে তিনি জেল খাটছেন ঠিকই। কিন্তু এখনও তাঁর দোষ দেখতে পান না বহু মানুষ। তাঁরা চান, পদ্ম পুরস্কারে সম্মানিত করা হোক তাঁদের গুরু গুরমিত রাম রহিম সিংহকে।

রাম রহিম নিজে অবশ্য এ ব্যাপারে কিছু কম যেতেন না। পাঁচ পাঁচ বার পদ্মের দাবিতে নিজেই নিজের নাম সুপারিশ করে পাঠান কেন্দ্রের কাছে। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে যে ১৮,৭৬৮টি আবেদনপত্র জমা পড়েছে, তাঁদের মধ্যে সবথেকে বেশি সমর্থন এসেছে রাম রহিমের নামে। ৪,২০৮ জন তাঁর নাম পদ্ম পুরস্কারের জন্য সুপারিশ করে কেন্দ্রর কাছে রীতিমত আবেদন করেছেন।

সিংহভাগ আবেদনপত্রই এসেছে হরিয়ানার সিরসা থেকে, যেখানে রাম রহিমের গোষ্ঠী ডেরা সাচা সৌদার সদর দফতর।

আবেদনপত্রগুলির মধ্যে রাম রহিম নামের উল্লেখ রয়েছে এমন পত্র ৫টি। এগুলির একটিতে তাঁকে বলা হয়েছে সেন্ট ডক্টর গুরমিত রাম রহিম সিংহ জি ইনসান। আবেদনপত্রটি আবার করেছেন সেন্ট ডক্টর গুরমিত রাম রহিম সিংহ জি ইনসান সেন্ট জর্জ। এছাড়া আভা, আদিত্য, আকবর, আলফেজ, বলজিন্দর, মিল্কি, গজলের মত অসংখ্য নাম থেকে রাম রহিমের নাম পদ্ম পুরস্কারের জন্য সুপারিশ করা হয়েছে।