পানাজি: সারা দেশে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে ৪৩টি অব্যবহৃত বিমানবন্দরকে এবার কাজে লাগাতে চাইছে সরকার। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, এক বছরের মধ্যেই এই বিমানবন্দরগুলিকে ব্যবহারযোগ্য করে তোলা হবে।
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সচিব আর এন চৌবে বলেছেন, ‘দেশের যে অঞ্চলগুলির যোগাযোগ ব্যবস্থা বিশেষ উন্নত নয়, সেই জায়গাগুলির সঙ্গে অন্যান্য জায়গার যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই ৪৩টি বিমানবন্দরকে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১টি সংস্থা ইতিমধ্যেই এই বিমানবন্দরগুলিতে বাণিজ্যিক উড়ান চালু করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।’
অসামরিক বিমান পরিবহণ সচিব আরও বলেছেন, দেশে বর্তমানে ৭২টি বিমানবন্দর চালু রয়েছে। এর সঙ্গে আরও ৪৩টি বিমানবন্দর যুক্ত হলে ভারতের উড়ান পরিষেবার চিত্রটাই বদলে যাবে। ১৫-২০ দিনের মধ্যেই নতুন বিমানবন্দরগুলি থেকে উড়ানের যাত্রাপথ নির্দিষ্ট করে দেওয়া হবে। তারপর এই বিমানবন্দরগুলি থেকে উড়ান পরিষেবা শুরু করতে এক থেকে ছয় মাস লাগতে পারে। নতুন বিমানবন্দরগুলিতে এক ঘণ্টার উড়ানের ভাড়া আড়াই হাজার টাকা বেশি হবে না।
দেশে বিমান পরিষেবা ছড়িয়ে দিতে শীঘ্রই চালু ৪৩টি অব্যবহৃত এয়ারপোর্ট
Web Desk, ABP Ananda
Updated at:
18 Feb 2017 05:01 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -