মুম্বই: লাতুরে জলের লাইনে দাঁড়িয়ে মারা গেলেন এক মহিলা। পুলিশ সূত্রের খবর, মহারাষ্ট্রের খরা কবলিত জেলার চাকুর তহসিলের আটোলা গ্রামের কুয়ো থেকে জল নিতে দু ঘণ্টার বেশি লাইনে দাঁড়িয়ে থাকতে হয় কেবলবাঈ কাম্বলে নামে ৪৫ বছর বয়সি ওই মহিলাকে। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে লাতুরের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়।
খরায় শুকিয়ে যাওয়া মহারাষ্ট্রের মারাঠওয়াড়ায় গ্রামে গ্রামে চলছে তীব্র জলাভাবে। সঞ্চিত জল ফুরিয়ে এসেছে কুয়ো, জলাধারগুলিতে। তেষ্টা নিবারণের জল সংগ্রহে গিয়ে এর আগেও মৃত্যুর ঘটনা ঘটেছে। গত মাসে বীড় জেলায় গ্রামের বাড়ির কাছের কুয়ো থেকে জল আনতে গিয়ে মারা যায় ১১ বছরের ছেলে সচিন কেঙ্গার। মর্মান্তিক ঘটনা ঘটে তার পরও। বাড়ির কাছের জলের পাম্প থেকে পাঁচবার জল বয়ে নিয়ে এসে ক্লান্ত, অবসন্ন হয়ে মৃত্যু হয় ১২ বছরের মেয়ে যোগিতার। জানা যায়, পেট খারাপ, আমাশায় ভুগে বেশ কিছুদিন ধরেই দুর্বল ছিল সে। তার ওপর ৪২ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে বাধ্য হয়েই প্রায় শুকিয়ে যাওয়া জলাধার থেকে তাকে জল আনতে বেরতে হয়। কিন্তু ছোট্ট শরীর ধকল সইতে পারেনি।
লাতুরে জলের লাইনে দাঁড়িয়ে মৃত্যু মহিলার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 May 2016 08:23 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -