পুঞ্চ: শনিবার সকালে জম্মু-কাশ্মীরের পুঞ্চে মেন্ধর সেক্টরে সংঘর্ষ বিরতিচুক্তি লঙ্ঘন পাকিস্তানের। গোলাগুলির মাঝে পরে মৃত্যু এক সাধারণ নাগরিকের। খবর এএনআই সূত্রে।
আজ ভোর থেকে পুঞ্চ সেক্টরে গোলাগুলি শুরু হয়। পাল্টা কড়া জবাব দেয় ভারতীয় সেনাও। প্রায় দেড় ঘণ্টা গুলি বিনিময়ের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। খবর সেনাবাহিনী সূত্রে।
সীমান্তের কাছে পাক রেঞ্জারের গুলি বিনিময়ের মধ্যে পড়ে মৃত্যু হয় ৪৫ বছর বয়সি এক মহিলার। এদিকে গতকাল গভীর রাতে ৪১ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের সদর দফতরে হামলা চালায় জঙ্গিদের একটি দল। সেই হামলায় এক সেনা জওয়ানের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আপাতত জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।
পুঞ্চের মেন্ধর সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, মৃত এক মহিলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Aug 2017 01:48 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -