কাকিনাড়া (অন্ধ্রপ্রদেশ): গত কয়েকদিনে এখানকার এক গোশালায় অন্তত ৪৬টি গোরুর মৃত্যু হয়েছে। ওই গোশালায় তিল ধারনের জায়গা ছিল না।


অনাহারে, নিউমনিয়ায় ভুগে গোরুগুলি মারা গিয়েছে বলে অভিযোগ। গোশালার পরিচালকদের গাফিলতির ফলেই গোরুগুলির মৃত্যু হয়েছে, এই অভিযোগে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

পূর্ব গোদাবরী জেলার প্রশাসনিক কর্তাব্যক্তিরা জানিয়েছেন, শহরে গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে ওই গোশালা জলকাদায় ভর্তি হয়ে যায়, সেটি বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ে। পশুপালন দপ্তরের যুগ্ম ডিরেক্টর ভি ভি বেঙ্কটেশ্বর রাও বলেন, বৃষ্টির জল, জলকাদা মেখে গরুগুলি নিউমনিয়ায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে। পাশাপাশি ৪৬টি গোরুর মৃত্যুর পিছনে অনাহারও কারণ।

গোশালাগুলি চালায় সোসাইটি ফর প্রিভেনশন ফর ক্রুয়েলটি টু অ্যানিম্যালস সংস্থা। তারা অবশ্য কর্তব্যে গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে।

প্রশাসনিক কর্তাদের দাবি, ওই গোশালায় ১৫০ গবাদি পশুর থাকতে পারে, কিন্তু ঠাসাঠাসি করে রাখা হয়েছে ৪৮০ গবাদি পশুকে।

জেলা কালেক্টর কার্তিকেয় মিশ্র গবাদি পশু মৃত্যুর তদন্তের নির্দেশ দিয়ে ওই সোসাইটি ভেঙে দেওয়ার দাবি করেছেন। গোশালাটি চালাতে স্থানীয় রেভিনিউ ডিভিশনাল অফিসারের (আরডিও) নেতৃত্বে একটি কমিটিও গড়েছেন। রঘু বাবু নামে আরডিও গোশালাটি ঘুরে দেখে বলেছেন, সোসাইটি সদস্যদের অবহেলা, উদাসীনতাই গোরুগুলির মৃত্যুর কারণ।