জয়া আম্মার শোকে মৃত্যু ৪৭০ জনের, ক্ষতিপূরণ দেবে এআইএডিএমকে
Web Desk, ABP Ananda | 11 Dec 2016 06:47 PM (IST)
চেন্নাই: প্রিয় আম্মার শোকে মৃত্যু হয়েছে ৪৭০ জনের, জানাল এআইএডিএমকে। প্রত্যেক পরিবার পিছু ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে দল। গত ৫ ডিসেম্বর চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয় তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে সুপ্রিমো জয়ললিতার। এআইএডিএমকে জানিয়েছে, জয়া আম্মার মৃত্যুর খবর জানতে পেরে হার্ট অ্যাটাকে এবং আত্মঘাতী হয়ে মৃত্যু হয়েছে ৪৭০ জনের। মৃত ব্যক্তিদের প্রতি শোক জানিয়েছে এআইএডিএমকে। মৃতের পরিবার পিছু ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। দল জানিয়েছে, আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন যাঁরা, তাঁদেরও ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।