পটনা: বিহারে বিভিন্ন প্রান্তে বজ্রাঘাতে গত ২৪ ঘন্টার মধ্যে ৪৮ জনের মৃত্যু। আহত বেশ কয়েকজন। মৃতের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার।
বিপর্যয় মোকাবিলা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, রোহতাস-এ বাজ পড়ে মৃত্যু হয়েছে পাঁচজনের। এছাড়া পটনা, ঔরঙ্গাবাদ, নালন্দা, পুর্নিয়া, বক্সার, সারান, কইমুর, সহর্ষা, কাটিহার, ভোজপুর, সমস্তিপুর, ভাগলপুর, মুঙ্গের এবং মাধেপুরা, চম্পারণ, গয়ায় প্রাণ হারিয়েছেন অনেকেই। মৃতদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন মহিলা ও শিশু।
পটনা এবং রোহতাসে বাজ পড়ায় আহত হয়েছেন ১৬ জন। কোশি ও সহর্ষাতে এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
বিহারে সাধারণত জুনের দ্বিতীয় সপ্তাহেই বর্ষা ঢুকে যায়। এ সপ্তাহের শুরুতেই আসে স্বস্তির বর্ষা। কিন্তু স্বস্তির পাশাপাশি তা ডেকে আনল বিপর্যয়ও।
বাজ পড়ে বিহারে ৪৮ জনের মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Jun 2016 07:35 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -