লখনউ:  পশ্চিম ভারতের পর এবার উত্তর ও মধ্য ভারতের বৃষ্টির দাপট শুরু হয়েছে। গত কয়েকদিনে ধরে শুরু হওয়া বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি। উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত বৃষ্টিতে ৪৯ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি সংখ্যায় মানুষ মারা গিয়েছে শাহরানপুর থেকে।

 

শাহরানপুর ছাড়া আগরা-মথুরায় এখনও পর্যন্ত বৃষ্টিতে মৃত্যু হয়েছে ছজনের, মৈনপুরীতে মারা গিয়েছে চারজন, কাসগঞ্জে তিনজন, বরেলি, ভাগপট এবং বুলন্দশহরে দুজন। এছাড়া কানপুর দেহাত, গাজিয়াবাদ, হাপুর, রায়বরেলি, জালাৌন. জৌনপুর, প্রতাপগড়, বান্দা, ফিরোজাবাদ, আমেথি. কানপুর এবং মুজ্জফরনগরে একজনের মৃত্যু হয়েছে।



ঘটনায় জেলা প্রশাসনের প্রত্যেক উচ্চপদস্থ আধিকারিককে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এমনকি বৃষ্টিতে বিপর্যস্ত সমস্ত এলাকা পরিদর্শনের নির্দেশ দিয়েছেন আদিত্যনাথ।