নয়াদিল্লি: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে তীব্র ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৯। তবে এতে কোনও প্রাণহানি বা সম্পত্তি ধ্বংসের খবর নেই।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এই কম্পনের কেন্দ্র ছিল নিকোবর দ্বীপপুঞ্জ। সকাল ৮টা ২১ মিনিটে ভূমিকম্প হয়েছে, গভীরতা ছিল ১০ কিলোমিটার। যদিও এই ভূমিকম্প সুনামি সতর্কতা জারি করার মত শক্তিশালী নয়।
ভারতে একটি সুনামি সতর্কতা কেন্দ্র আছে, প্রয়োজনে যা রাজ্যগুলিকে সতর্ক করে দেয়, একইভাবে সতর্ক করে প্রতিবেশী দেশগুলিকে।
আজ সকাল ৫টা ৪৮ মিনিটে জম্মু কাশ্মীরের কাঠুয়ায় আর একটি ভূমিকম্প হয়, রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৬।
আন্দামান নিকোবরে শক্তিশালী ভূমিকম্প, কম্পনের মাত্রা ৫.৯
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Mar 2017 09:57 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -