ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এই কম্পনের কেন্দ্র ছিল নিকোবর দ্বীপপুঞ্জ। সকাল ৮টা ২১ মিনিটে ভূমিকম্প হয়েছে, গভীরতা ছিল ১০ কিলোমিটার। যদিও এই ভূমিকম্প সুনামি সতর্কতা জারি করার মত শক্তিশালী নয়।
ভারতে একটি সুনামি সতর্কতা কেন্দ্র আছে, প্রয়োজনে যা রাজ্যগুলিকে সতর্ক করে দেয়, একইভাবে সতর্ক করে প্রতিবেশী দেশগুলিকে।
আজ সকাল ৫টা ৪৮ মিনিটে জম্মু কাশ্মীরের কাঠুয়ায় আর একটি ভূমিকম্প হয়, রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৬।