ইম্ফল: মণিপুরের চান্দেলে আইইডি বিস্ফোরণে আহত ভারতীয় সেনার বিশেষ বাহিনীর ৫ কম্যান্ডো।

সেনা সূত্রে খবর, মায়ানমার সীমান্তের কাছে চান্দেলের সাজিক তমপক এলাকায় সেনা অভিযানের সময় হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলে জওয়ানদের। আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। আহত হন ৫ কম্যান্ডো।  তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চলছে চিকিত্সা।

প্রসঙ্গত, ওই এলাকাতেই গত বছর ৫ জুন জঙ্গি হামলায় মৃত্যু হয় ১৮ জওয়ানের। এ বছর ২৩ মে চান্দেলেই অসম রাইফেলের ছয় জওয়ানের মৃত্যু হয়।