থানে: মুম্বইয়ের থানের কাশিমিরা এলাকায় সশস্ত্র ডাকাতির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, এরা সকলেই আদতে বাংলাদেশের বাসিন্দা। এদের কাছ থেকে টাকা ও গয়নার মূল্য মিলিয়ে ৯.৯৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে প্রমাণ, এরা বাংলাদেশি। ৩ জন অল্প কদিন আগে বিমানযোগে ঢুকেছে এ দেশে, বাকি ২ জন এসেছে ট্রেনে। ধৃতদের নাম মহম্মদ পালসা মহম্মদ ইসমাইল হাওয়ালদার, বাপি আকবর শেখ, মহম্মদ লতিফ শেখ, মহম্মদ আক্রম ইরফান আলি ও লুকমান চিনা মিঁয়া। প্রথম ৪ জন খুলনার বাসিন্দা, শেষজন সিলেটের।
২২ তারিখ ভোরে থানের চেনা ক্রিকের কাছে একটি বাড়ির গ্রিল কেটে ঢুকে এরা ডাকাতি করে বলে অভিযোগ। গতকাল ভাসাই ও ভারসোভার মধ্যে একটি সেতু দিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে এদের গ্রেফতার করা হয়।
এ ছাড়া থানেরই এক আদালত ২ বাংলাদেশি মহিলাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। পাশাপাশি ৫,০০০ টাকা করে জরিমানাও দিতে হবে এদের। ধৃত মুমতাজ রসুল শেখ ও মুনিরা আখতার হুসেন কোনও কাগজপত্র ছাড়াই এ দেশে বসবাস করছিল।
মুম্বইয়ে সশস্ত্র ডাকাতি, ৫ বাংলাদেশি নাগরিক গ্রেফতার
ABP Ananda, Web Desk
Updated at:
31 Mar 2018 01:32 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -