ঝাড়খণ্ডে খনিতে ধস, মৃত ৫ শ্রমিক, এখনও আটক কয়েকজন
ABP Ananda, web desk | 30 Dec 2016 11:43 AM (IST)
গোড্ডা: ঝাড়খণ্ডে ইসিএল-এর খনিতে ধস। আটক ২৫ শ্রমিক। এখনও পর্যন্ত পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। রাজমহলের ইসিএল-এর খনিতে কাজ করছিলেন ঠিকাদার সংস্থার কর্মীরা। গতকাল সন্ধে সোয়া ৭টা নাগাদ খনি থেকে তোলা মাটি ধসে চাপা পড়েন প্রায় ২৫ জন শ্রমিক। উপড়ে পড়ে বিদ্যুতের খুঁটিও। ঘটনাস্থলে যান গোড্ডার এসডিপিও, ইসিএলের আধিকারিকরা। কিন্তু বিদ্যুতের অভাবে উদ্ধারকাজ শুরু হতে দেরি হয়। রাত ১২টার পরে উদ্ধারকাজ শুরু হলেও, সরঞ্জামের অভাবে ফের তা ব্যাহত হয়। পরে উদ্ধার হয় পাঁচ শ্রমিকের দেহ। মাটির ২০০ ফুট নিচে খননের কাজ চলছিল।আটক শ্রমিকদের উদ্ধারের জন্য এনডিআরএফ-কেও ডাকা হয়। এদিন ভোর থেকেই কুয়াশার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়েছে।