কাশ্মীরে ফের সংঘর্ষ, মৃত ৫, দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে রাজনাথ
Web Desk, ABP Ananda | 16 Aug 2016 08:49 AM (IST)
শ্রীনগর: ফের সংঘর্ষ কাশ্মীরে। বদগাম এবং অনন্তনাগ জেলায় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে বিক্ষোভকারীরা। পাল্টা গুলি চালায় সিআরপিএফ বাহিনী। সংঘর্ষে মৃত্যু হয় ৫ জনের। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৬৩। আহত বহু। কাশ্মীর ইস্যু নিয়ে দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। এক আধিকারিক জানিয়েছেন, আজ সকালে বদগাম জেলার মাগামে আরিপাঠান এলাকায় নিরাপত্তারক্ষী বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে বিক্ষোভকারীরা। পাল্টা গুলি চালানো হয়। মৃত্যু হয় ৪ জনের। আহত হয় বেশ কয়েকজন। এছাড়া অনন্তনাগ জেলার জংলাত মান্ডিতেও ঘটে অশান্তির ঘটনা। সেখানে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ায়, পাল্টা গুলি চালানো হয়। মৃত্যু হয় ১ জনের। অনন্তনাগে এখনও জারি রয়েছে কার্ফু। প্রসঙ্গত, নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান মুজফফর ওয়ানির মৃত্যুর পরই উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীর। শুরু হয় পুলিশ-জনতা সংঘর্ষ। এই ঘটনায় আহত হয়েছে ৫০০০-এরও বেশি। তাদের মধ্যে রয়েছেন অনেক নিরাপত্তারক্ষীও। অশান্ত কাশ্মীরের পরিস্থিতি নিয়ে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক হয় আজ। উপস্থিত ছিলেন রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ ইন্টেলিজেন্স ব্যুরো-র আধিকারিকরা। উল্লেখ্য, গতকালই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরে শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।