লখনউয়ে হোটেলে আগুন, ধোঁয়ায় দম আটকে মৃত ৫
ABP Ananda, Web Desk | 19 Jun 2018 11:28 AM (IST)
লখনউ: লখনউয়ের চারবাগ এলাকায় হোটেলে আগুন লাগায় ৫ জনের মৃত্যু হয়। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ায় এঁদের হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই ৫ জন মারা যান। আজ ভোর ছটা নাগাদ চারবাগের দুধ মান্ডি এলাকায় দুটি হোটেলে আগুন লাগে। ধোঁয়ায় অসুস্থ ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। মারা যান প্রত্যেকেই। আগুন লাগার কারণ জানা যায়নি।