কোঝিকোড়: সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস)-এর হয়ে লড়াই করতে গিয়ে নিহত মালাবার অঞ্চলের পাঁচ যুবক। এমনটাই দাবি করল কেরল পুলিশ।


কেরল পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক জানান, তাঁদের কাছে তথ্য এসেছে। তবে, তার সত্যতা যাচাই করার কোনও উপায় নেই। তবে, যেহেতু, খবরগুলি নিহতদের পারিবারিক সূত্রে পাওয়া, তাই তা সত্য বলেই ধরে নেওয়া যেতে পারে।


নিহতদের সম্পর্কে বিস্তারিত তথ্য পেশ করেন ওই আধিকারিক। জানান, পলক্কড় জেলার কাঞ্জিকোড়ের বাসিন্দা সিবি নামে এক যুবকের মৃত্যুর খবর তার পরিবারের কাছে কয়েকদিন আগেই পৌঁছেছে। জানা গিয়েছে, সিবি বাহরিনে কাজ করতে করতে সিরিয়ায় গিয়ে আইএস-এ যোগ দেয়।


মল্লাপুরম জেলার বনিয়মবলমের বাসিন্দা মুহাদিস। জানা গিয়েছে, সে সিরিয়ার আলেপ্পো শহরে আইএস-এর হয়ে লড়াইয়ে মারা গিয়েছে। মুহাদিসের ভাই বাহরিনে কাজ করে। সেই পরিবারের কাছে একমাস আগে মৃত্যুর খবর জানায়।


পলক্কড় জেলার আরেক বাসিন্দা আবু তাহির চলতি বছরের এপ্রিল মাসে মার্কিন হামলায় সিরিয়া মারা গিয়েছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি কেরলের আরও ২ যুবকের মৃত্যুর খবর মিলেছে। যদিও, তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে অস্বীকার করেন ওই আধিকারিক।