শ্রীনগর: এবার জম্মু ও কাশ্মীরে স্বঘোষিত গো-রক্ষকদের মারে জখম ৯ বছরের একটি মেয়ে সহ এক পরিবারের পাঁচজন। ঘটনাটি রিয়াসির । গতকাল সন্ধ্যায় মেষপালক পরিবারটি তাদের গবাদি পশু, গরু-বাছুর নিয়ে তালওয়াড়া এলাকা দিয়ে যাচ্ছিল। তাদের গরু পাচারকারী ধরে নিয়ে লোহার রড দিয়ে পেটায় তথাকথিত গোরক্ষক বাহিনী। নির্যাতিতদের দাবি, তাদের ভেড়া, ছাগল, গরু সব কেড়ে নেওয়া হয়। শাম্মি নামে মেয়েটির শরীরে একাধিক আঘাত রয়েছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের প্রধান এস পি বৈদ বলেছেন, এফআইআর দায়ের করা হয়েছে। উধমপুরের ডিআইজি-কে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছি। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীদের ৫ জনকে চিহ্নিত করা হয়েছে বলে ইতিমধ্যে জানিয়েছে রিয়াসি পুলিশ। ৪ জন ধরাও পড়েছে। ঘটনার বেশ কয়েক ঘন্টা বাদেও আতঙ্কিত নির্যাতিত পরিবারটি। নাসিম বেগম নামে পরিবারের এক সদস্য বলেন, প্রচন্ড মার খেয়েছি। কোনওমতে পালিয়ে যাই। আমাদের ১০ বছরের একটি বাচ্চার খোঁজ নেই। জানি না, ও কোথায়। বেঁচে আছে না নেই। বয়স্করাও রেহাই পায়নি। আমাদের মেরে ফেলে নদীতে ভাসিয়ে দিতে চেয়েছিল ওরা। ছাগল, ভেড়া বাদে ১৬টি গরু ছিল তাদের, জানিয়েছে পরিবারটি। বলেছে, কুকুরগুলি পর্যন্ত নিয়ে গিয়েছে। আতঙ্কিত পরিবারটি স্থানীয় থানায় আশ্রয় নিলে সেখানেও হামলাকারীরা চড়াও হয়ে নাকি দাবি করে, ওরা গরু পাচারকারী।