মুম্বই: ফের বেলাইন ট্রেন। এবার লাইনচ্যুত মুম্বইয়ের সাবার্বান শাখার একটি লোকাল ট্রেন।


খবরে প্রকাশ, মুম্বইয়ের হার্বার লাইনের মাহিম স্টেশনের কাছে একটি লোকাল ট্রেন বেলাইন হলে পাঁচ যাত্রী আহত হন। এর ফলে, ওয়াডালা-আন্ধরি রুটে বেশ কিছুক্ষণ রেল পরিষেবা ব্যাহত হয়।


পশ্চিম রেলের তরফে জানানো হয়েছে, এদিন ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে ট্রেনটি ছাড়ে। আন্ধেরির দিকে যাওয়ার সময় মাহিমের কাছে ট্রেনের ওভারহেড পাওয়ার সরবরাহ যন্ত্রে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।


ফলে ট্রেনটিকে অন্য লাইনে নিয়ে যেতে হয়। এই সময় সামনের দিকে চারটি বগি বেলাইন হয়ে পড়ে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটে সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ। এই ঘটনায় ৫ যাত্রী আহত হন। তবে তাঁদের সকলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।


দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই লাইনে স্বাভাবিক ট্রেন চলাচল ব্যাহত হয়। বহু ট্রেনকে অন্য লাইনে চালাতে হয়। ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে রেল।


প্রসঙ্গত, গত এক সপ্তাহে পরপর দুটি ট্রেন দুর্ঘটনা ঘটার পরে নিশানায় রেলমন্ত্রক। একাধিক শীর্ষ আধিকারিককে হয় ছুটিতে নয়তো সাসপেন্ড করা হয়। অনেককে বদলিও করা হয়। পদত্যাগ করেন রেল বোর্ডের চেয়ারম্যান। এমনকী, পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেন খোদ রেলমন্ত্রীও।