নয়াদিল্লি : দিল্লিতে এক কলেজ ছাত্রকে ছুরি মেরে খুন করল পাঁচ নাবালক। ওই পাঁচ কিশোরকেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব দিল্লির মথুরা রোডের একটি বাসে এই খুনের ঘটনা ঘটে। বাসে নিহত ১৮ বছরের কলেজ ছাত্রর মোবাইল খোয়া যায়। সন্দেহবশত ওই পাঁচ কিশোরের পকেট তল্লাশি করতে গেলে তারা মহম্মদ আনস নামে ওই কলেজ ছাত্রের ওপর হামলা চালায়।
পুলিশ জানিয়েছে, জামিয়া নগর যাওয়ার জন্য আনস আশ্রম থেকে একটি ক্লাস্টার বাসে ওঠে। ওই একই বাসস্টপ থেকে বাসে উঠেছিল অভিযুক্ত পাঁচজন। তারা আনসের ফোন ছিনিয়ে নিলে উভয়পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। আনস ওই কিশোরদের পকেটে তল্লাশি শুরু করলে এক কিশোর তাকে বাধা দেয় এবং অন্যজন তার গলায় ছুরি চালিয়ে দিয়ে বাস থেকে নেমে চম্পট দেয়।
আনসকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান যে, অভিযুক্তরা একটি সরকারি স্কুলের ইউনিফর্ম পরেছিল। অভিযুক্তরা প্রত্যেকেই কিশোর।
অন্যান্য যাত্রীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বাসস্টপ সংলগ্ন স্কুলগুলিতে খোঁজখবর নেওয়া শুরু করে। অভিযুক্তদের শনাক্ত করে গতকাল গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা অষ্টম, নবম ও দশম শ্রেণীর পড়ুয়া। তাদের কাছ থেকে চুরি যাওয়া মোবাইলটি উদ্ধার করা হয়েছে।