মহারাষ্ট্রে ছেলেধরা সন্দেহে পিটিয়ে মারা হল পাঁচজনকে, তামিলনাড়ুতেও দু’জনকে মার
Web Desk, ABP Ananda | 01 Jul 2018 09:03 PM (IST)
মুম্বই ও চেন্নাই: ফের ছেলেধরা সন্দেহে গণপিটুনি। এবার ঘটনাস্থল মহারাষ্ট্রের ধুলে জেলা ও তামিলনাড়ুর চেন্নাই। মহারাষ্ট্রে পাঁচজনকে পিটিয়ে মারা হয়েছে। চেন্নাইয়ে গণপিটুনিতে দু’জন জখম। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধুলে জেলা পুলিশ সূত্রে খবর, উপজাতি অধ্যুষিত রাইনপাডা অঞ্চলে আরও কয়েকজনের সঙ্গে মৃত পাঁচ ব্যক্তিকে সরকারি বাস থেকে নামতে দেখা যায়। তাঁদের মধ্যে একজন একটি ছোট মেয়ের সঙ্গে কথা বলতে যান। তখনই হাটে আসা লোকজন তাঁদের পিটিয়ে মারে। ওই অঞ্চলে কয়েকদিন ধরেই ছেলেধরার দলের ঘোরাফেরা করার গুজব শোনা যাচ্ছিল। তার জেরেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। চেন্নাইয়ের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, যে দুই ব্যক্তি গণপিটুনিতে জখম হয়েছেন, তাঁরা অন্য রাজ্য থেকে আসা শ্রমিক। শনিবার রাতে তাঁরা একটি শিশুর সঙ্গে কথা বলছিলেন। তাদের বাড়িতেই আগে ভাড়া থাকতেন ওই দুই ব্যক্তি। শিশুটির মা একটি দোকানে গিয়েছিলেন। তখন ওই দুই ব্যক্তিকে শিশুটির সঙ্গে দেখে স্থানীয় লোকজন ছেলেধরা বলে সন্দেহ করেন। এরপরেই শুরু হয় গণপ্রহার। পুলিশ গিয়ে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।